sliderস্থানীয়

সিংড়ায় বিধবা নারীকে যুবকের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক বিধবা নারীকে লাঠিপেটা করছে এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মে) সকাল ৮ টার দিকে। ভূক্তভোগী ঐ নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের মৃত দেদার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৩২) শুক্রবার সকালে সেমাই কিনতে দোকানে আসলে একই গ্রামের অছিমদ্দিন প্রাং এর পুত্র আইয়ুব আলী (৪০) ভুক্তভোগী নারীর নিকট হতে ১০ হাজার টাকা পাবে দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় লাঠিপেটার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় বয়ে যায় এবং দোষীর বিচারের দাবি জানানো হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button