সিংড়ায় দুয়ারি জালে তিন পদ্ম গোখরা সাপ আটক

নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারি জালে তিনটি বিশাল আকৃতির পদ্ম গোখরা সাপ আটক হয়েছে। খবর পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যদের সহযোগিতায় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্বাবধানে সাপ তিনটি উদ্ধার করেন ডিপ ইকোলজি অ্যান্ড ¯েœক কনজারভেশন ফাউন্ডেশন রা.বি শাখার সদস্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলা ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা ভাঙা ব্রীজ এলাকার খালে (ডোবা) একটি মাছ ধরার চায়না দুয়ারি জালে তিনটি বিশাল আকৃতির পদ্ম গোখরা সাপ আটকের খবর দেন এলাকাবাসী। পরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে সাপগুলো উদ্ধার করে নিরাপদে অবমুক্তর ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারে বিলের জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়ছে মর্মে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। তিনি আরো জানান, দীর্ঘ প্রায় একযুগ ধরে চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সংগঠনের সদস্যরা দূর্গম এলাকায় ছুটে চলেছেন।
উদ্ধার অভিযানে আরো উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আব্দুল জলিল মাস্টার, ডিপ ইকোলজি অ্যান্ড ¯েœক কনজারভেশন ফাউন্ডেশন রা.বি শাখার সদস্য সৌম্য চিরন্তন পাল, সমিত বিন রহমান প্রমূখ।
পাকিশা গ্রামের কৃষক সুমন আলী বলেন, সাপগুলোর মাছ খেতে এসে তার জালে আটকা পড়েছিল। পরে এলাকার লোকজন পিটিয়ে হত্যা করতে চাইলে স্থানীয় পরিবেশ কর্মীদের সহযোগিতা তা রক্ষা পেয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এগুলো পদ্ম গোখরা সাপ। ইংরেজিতে বলে গড়হড়পষবফ ঈড়নৎধ বৈজ্ঞানিক নাম ঘধলধ শড়ঁঃযরধ এরা খাদ্য শৃংখলের গুরুত্বপূর্ণ অংশ। এরা ইদুর দমনের মাধ্যমে কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষা করে। সাপ গুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।