sliderস্থানীয়

সিংড়ায় জামায়াত নেতাকে গাড়িতে তুলে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেলেন দূর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেছেন দূর্বৃত্তরা। আহত জামায়াত নেতার নাম হাফেজ আব্দুর রাজ্জাক। তিনি ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও করচমারিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় জুম’আর নামাজ শেষে ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখবাধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পথচারীরা।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এমন একটা ঘটনা শুনেছি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button