sliderস্থানীয়

সিংড়ায় এক গরুর দুই বাছুরের জন্ম

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় এক গাভীর একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার জোড়মল্লিকা গ্রামের আব্দুর রবের ফ্রিজিয়ান জাতের একটি গাভী দুইটি বাছুর জন্ম দেয়।

আব্দুর রব পেশায় একজন কৃষক। দেড় মাস আগে আড়াই লক্ষ টাকা দিয়ে গর্ভবতী গাভীটি কিনেন তিনি। গাভীটিকে ঘিরেই তার স্বপ্ন। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে টাকা জমিয়ে একবারে মোটা কাজ করবেন বলে তার মনে আশা। তার সে স্বপ্ন পূরণ হওয়ায় খুবই আনন্দিত।

একসঙ্গে দুইটি বাছুর প্রসব করায় প্রতিবেশীরা দেখতে আব্দুর রবের বাড়িতে ভিড় জমান।

গাভীর মালিক আব্দুর রব জানান, ফ্রিজিয়ান জাতের ওই গাভীটি দেড় মাস আগে ক্রয় করেন তিনি। অনেক সেবা-যতœ করেছে গাভীকে। বাছুর দুটি ও গাভী সুস্থ আছে। ভাগ্যের চাকা যেন ঘুরে যায় সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জানান, সিংড়াতে এর আগেও একটি গাভীর দুটি বাছুর হয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। আমরা পরিদর্শনে যাবো এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোহিতা করবো।

Related Articles

Leave a Reply

Back to top button