sliderস্থানীয়

সিংড়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘর

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১৭টি টিনসেড ঘর-বাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামারী (আদর্শ গ্রাম) আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ড হয়।

জানা যায়, ১০টি ঘর সম্পূর্ণ ও সাতটি আংশিক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিস স্ট্রেশনের লিডার কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০টি টিনসেড ঘর সম্পূর্ণ ও সাতটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নগদ চার লাখ টাকাসহ দুটি গরু ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শক সার্টিকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে পূণর্বাসনের আশ্বাস দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা ও পিআইও আল আমিন সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button