slider
সিংগাইর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এতে অভিভাবক সদস্য হিসেবে ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে মোঃ সেলিম হোসেন ৩৪৪ ভোট, আলমাছ মিয়া ৩৩৮ ভোট, মো শাহীনুর রহমান ৩১৯ ভোট এবং সোলাইমান দেওয়ান বিকাশ ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে শিক্ষকদের ভোটে মোঃ রইচ উদ্দিন খান ও হাকিম আলী বিজয়ী হন। অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে ৪০৪ ভোট পেয়ে বিলকিস আক্তার হ্যাপি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,এ নির্বাচনে মোট ভোটার ছিল ১০৪৯ জন। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নান।