sliderস্থানীয়

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাবেক এমপি শান্ত’র মতবিনিময়

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইন্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সারে ১২ টার দিকে উপজেলার চারিগ্রাম নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঠিক সংবাদ তুলে ধরার আহবান জানান। সেই সাথে তিনি পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সিংগাইর-হরিরামপুর-মানিকগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর প্রেস ক্লাবের আহব্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.আতাউর রহমান।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা যুবদলের সহ-সভপতি শেখ কবীর আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক এমপির এপিএস মো. আওলাদ হোসেন, বিএনপি নেতা তুহিন খাঁন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.মিজানুর রহমান বাদল, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো.মোতালেব হোসেন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।

Related Articles

Leave a Reply

Back to top button