সিরাজুল ইসলাম,সিংগাইর :মানিকগঞ্জের সিংগাইরে সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকারী ইউএনও বলেন, যেখানে মিডিয়া শক্তিশালী সেই এলাকায় কাজের স্বচ্ছতা তত বেশি। সরকারি পরিপত্র মেনে উপজেলাবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে চেতনা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত সে চেতনা বাস্তবায়ন করা। এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, যুগান্তর প্রতিনিধি মুহা.মিজানুর রহমান, দেশ রুপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, স্হানীয় সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব মো.তারিক বিল্লাহ খান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।
উল্লেখ্য, ৩৫ বিসিএস-এ উত্তীর্ন মো.কামরুল হাসান সোহাগ এর আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ অক্টোবর সিংগাইর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি।