sliderস্থানীয়

সিংগাইর পৌরসভায় ২ মাসেও মিলেনি ওয়ারিশান সনদ, জনদুর্ভোগ চরমে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা থেকে ২ মাসেও ওয়ারিশান সনদ না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগে পড়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনে দেশের সকল পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ থেকে অপসারণ করার পর থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এতে স্থবির হয়ে পড়েছে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম। চলমান অবস্থায় পৌরবাসী ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যুসনদ, নাগরিক সনদপত্র, ওয়ারিশান সার্টিফিকেট ও নামের প্রত্যয়ন নিতে গিয়ে নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন।

পৌর কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের পাশাপাশি একাধিক সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং অধিকাংশ কর্মকর্তা পৌরসভায় না আসায় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে সিংগাইর পৌরবাসীর দূর্ভোগ এখন চরমে।

নাগরিক সেবা নিতে আসা একাধিক পৌরবাসী অভিযোগ করে বলেন,উল্লেখিত সনদ প্রাপ্তির জন্য আগে স্থানীয় জনপ্রতিনিধিদের (কমিশনার) সুপারিশ নিতে হতো। বর্তমানে স্কুল শিক্ষক ও অন্যদের সুপারিশ আনতে ভোগান্তির শেষ নেই।

ভুক্তভোগী পৌর এলাকার ৫ নং ওযার্ডের গোলড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান,আমি নভেম্বর মাসের প্রথমে ওয়ারিশান সাটিফিকেটের জন্য আবেদন করি। আবেদনটি থানার এসআই রাশেদুলের কাছে রয়েছে । অনেক তদবির করেছি। তিনি কোন কর্নপাত করছেন না। তিনি আরোও জানান, চিকিৎসা ও ঋন পরিশোধের জন্য জমি বিক্রি করেছি। ওয়ারিশান সার্টিফিকেটের জন্য দলিল করে দিতে পারছি না।

ছেলের জন্ম নিবন্ধন করতে আসা লায়েব মিয়া ও নামের প্রত্যয়ন নিতে আসা আফছার উদ্দিন বলেন,বেশ কয়েকদিন ধরে ঘুরছি কোন কাজ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পৌর স্টাফ,জন দুর্ভোগের কথা স্বীকার করে বলেন,আগে যে কাজটা একদিনে হতো। প্রশাসনের লোক পৌর সভায় না আসায় এখন সময় লাগছে।
সরেজমিনে গিয়ে, ১ জানুয়ারি পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্বে থাকা কাউকে দেখা যায়নি।

সিংগাইর থানার উপ-পরিদর্শক মীর রাশেদুজ্জামান বলেন, সরকারি দায়িত্ব পালনের জন্য তদন্ত করে ওয়ারিশান সার্টিফিকেটটি দিতে পারিনি।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,ভোগান্তির বিষয়টি আমাকে জানালে দ্রুত সমাধান করে দিবো। এ ছাড়াও আমি সমন্বয় সভায় আলাপ-আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Back to top button