সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : নতুন কোনো করারোপ ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৯২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ টায় পৌর কার্যালয়ে মেয়র আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা বেগম ইরানী আক্তার ২১তম এ বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব ও উন্নয়ন খ্যাতে সম্ভাব্য আয় ২৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৯২৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৯২৫ টাকা।
সুশীল সমাজ, পৌরবাসী, কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মুহাম্মদ শফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা. জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসা. আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ ও মো. সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হক প্রমুখ।
সমাপনী বক্তব্যে পৌর মেয়র আবু নাঈম মো. বাশার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে রাজধানীর পাশের এ পৌরসভাকে দেশের সেরা পৌরসভা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।