
সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : ম্যাংগো গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান ইন্জি: এ মান্নান খানের উদ্যোগ ও অর্থায়নে মানিকগঞ্জের সিংগাইরের ৩টি ভেন্যুতে ফ্রি আই ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বায়রা কলেজ, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও চররাজনগর মানিকনগর মাহমুদিয়া মাদ্রাসায় প্রায় ২ হাজার রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। সেই সাথে ফ্রি দেয়া হয় ওষুধ ও চশমা।
ঢাকাস্থ বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তার এবং সহযোগীগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
সরেজমিন চর রাজনগর মানিকনগর মাদ্রাসায় গিয়ে দেখা যায়, চোখের বিভিন্ন সমস্যা নিয়ে শত শত নারী পুরুষ ভীড় করেছেন। স্হানীয় গোল্ডেন টাচ্ সংসদ ও চান্দহর ইউনিয়ন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা আগত রোগীদের সিরিয়াল দেয়াসহ সহযোগি হিসেবে কাজ করছেন।
চোখ দেখিয়ে বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়ে করিমন নেছা, ইউসুফ আলী, কাজী হায়দারসহ অনেকেই বলেন, যে মানুষটি চোখের চিকিৎসা আমাদের কাছে এনে দিয়েছেন, আল্লাহ যেন তার মঙ্গল করেন। সেই সাথে বছরে অন্তত একবার হলেও এ রকম বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজনের দাবীও করেন তারা।
এ প্রসঙ্গে আয়োজক ইন্জি: এ মান্নান খান বলেন, আমি সিংগাইরের সন্তান হিসেবে এলাকার লোকজনের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সে লক্ষ্যেই যখন একটু সময় পাই তখনই সামাজিক কর্মকাণ্ড ও সেবায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি।