slider
সিংগাইরে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে দু’দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজ সেবা অফিসের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.মো. সাজেদুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল বাশার চৌধুরী ও যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক।
প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক, গ্রাম কমিটির সভাপতি, মাতৃকেন্দ্রের সম্পাদিকা, দলনেতা/দলনেত্রী ও ঋণ গ্রহিতা সদস্যবৃন্দ অংশ নেন।