নিজস্ব প্রতিনিধি : মানিকঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারে হত দরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকত উল্লাহর পর এবার ৬ বস্তা চাল মজুদ রাখার অভিযোগে জামির্ত্তা ইউনিয়নের আরেক ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ডিলার রফিকুল ইসলাম জামির্ত্তা চন্দনগর গ্রামের হাসেম আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে মানিকনগর বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে রফিকুলকে আটক করেন। সত্যতা স্বীকার করে সহকারি কমিশনার (ভূমি) জানান, রফিকুলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার হয়েছে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছেন।।