সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় রৌশনারা (২৮) নামের ৩ সন্তানের মা নিহত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আরা উপজেলার গোবিন্দল উত্তরপাড়া মহল্লার আব্বাছ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়ক দিয়ে রৌশনারা অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিংগাইর পৌর এলাকার আজিমপুর পৌঁছলে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা এগিয়ে এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দিকে উপস্থিত জনতা ওই গাড়িসহ ড্রাইভারকে আটক করে থানায় হস্তান্তর করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।