
সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : অন্য নারীর সাথে আসক্তি নিয়ে কথা কাটাকাটির জের ধরে গরম চা ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দিয়েছেন স্বামী মোঃ সবুজ (৩৫)। রবিবার (৬ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার কাংশা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। গার্মেন্টসে চাকুরী করা সবুজ ওই এলাকার শাহজাহানের ছেলে।
সোমবার (৭ আগস্ট ) স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সবুজকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার কর্মস্থল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে চা খেতে চায় সবুজ। স্ত্রীর বানিয়ে দেয়া চা খেতে খেতেই সবুজের পরকীয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সবুজ তার হাতে থাকা গরম চা স্ত্রীর মুখে ছুঁড়ে মারেন। এতে স্ত্রীর মুখ ঝঁলসে যায়। স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরদিন সোমবার স্ত্রী থানায় মামলা করলে পুলিশ সবুজকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় সবুজকে আদালতে পাঠানো হয়েছে।