সিরাজুল ইসলাম, সিংগাইর: আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১জুন) বেলা ১১ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল দেওয়ান প্লাজায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন লিটনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ কায়সার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
প্রধান অতিথির বক্তব্যে টুলু বলেন- আওয়ামীলীগের রাজনীতি চলবে রাজনীতির ধারায়, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। তিনি আরো বলেন- কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে রাজনৈতিক ডেকোরাম মেনেই করতে হবে এবং যোগ্য লোক যোগ্য জায়গায় বসবে। সিংগাইরের কোন ব্যক্তির মতাদর্শে আওয়ামীলীগের কোন সংগঠন পরিচালিত হবে না। এছাড়াও আগামী ২৩ জুন সিংগাইরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠান সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইয়ের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. আবু বক্কর খান সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, আওয়ামী লীগের উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন জুয়েল, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম তানভীর, মোঃ শামীম আহমেদ ও মোঃ আবুল কালাম ফকির, ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ও আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।