সিরাজুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ : উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মিনুয়ারা (৫৫) নামের এক নারীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে । নিহত নারী ওই গ্রামের মো.দুদু ফকিরের স্ত্রী এবং ২ পুত্র সন্তানের জননী।
নিহত’র পারিবারিক সূত্র জানায়, সোমবার (১০ জুন) ভোর ৫ টার দিকে মিনুয়ারা বাড়ির দক্ষিণ পাশে বেগুন খেত থেকে বেগুন আনতে যায়। এ সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার করে। নিহত’র পুত্র সোহান জানায়, ঢাকা নেয়ার পথে হেমায়েতপুরে তার মায়ের মৃত্যু ঘটে ।
পরিবারে চলছে শোকের মাতম ।