sliderস্থানীয়

সিংগাইরে সাইনবোর্ড পাল্টিয়ে চলছে কাগজপত্র বিহীন সেই ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতাল

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজারের সেভেন স্টার টাওয়ারের দু’তলায় দীর্ঘদিন যাবত চলে আসছিল কাগজপত্রবিহীন ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতাল। এলাকাবাসী ও ভুক্তভোগীরা স্থানীয় সংবাদকর্মীদের শরণাপন্ন হন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নজরে আসে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি এদিকে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ। কাগজপত্র ঠিকঠাক করতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন তারা। প্রশাসনিক চাপে তড়িঘড়ি করে পাল্টিয়ে ফেলা হয় হাসপাতালের সাইনবোর্ড। ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতালের স্থলে টাঙ্গানো হয় “মমতাজ ইব্রাহীম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার”।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সরেজমিন জানা যায়, শুধু সাইনবোর্ড পরিবর্তন করে পূর্বের মতই চলছে কাগজপত্রবিহীন এ প্রতিষ্ঠানটি। সূত্র জানায়,মমতাজ ইব্রাহীম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টারের মালিকপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার জন্য শুধু কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন মাত্র। কোনো লাইসেন্স হাতে পায়নি, আর তাতেই পুরোদমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় সেলিনা মেম্বারের দাবী, সকল কাগজপত্র হাতে পেয়েই কার্যক্রম চালাচ্ছেন তারা। অপরদিকে, মমতাজ ইব্রাহীম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টারের স্বত্ত্বাধিকারী ডাঃ এম আর খান সাদিক সাইনবোর্ড পাল্টানোর কথা স্বীকার করে বলেন, বেশ কিছুদিন যাবত মেডিক্যাল সার্ভিস সেন্টারটির চিকিৎসা সেবার সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নতুন করে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কাগজপত্র হাতে পেলে চালাব।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাসনুভা মারিয়া বলেন, আবেদন জমা দিয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিভিল সার্জন স্যারকে অবগত করে কার্যক্রম পরিচালনা করতে। তারপরেও যদি প্রতিষ্ঠানটি চালু রাখে তাহলে ভ্রাম্যমান আদালত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button