মো নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “রাগিং বুলিং বন্ধ করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় ও বারসিক এর যৌথ আয়োজনে আজ বায়রা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত যৌন হয়রানি, রাগিং- বুলিং ও বাল্য বিবাহসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনগত সচেতনতা করণীয় বিষয়ক শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা রিনা আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল হালিম। সুপারিশনামায় আরও অংশগ্রহণ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, প্রভাবতী সরকার, চঞ্চলা রানী রায়,আব্দুল খালেক মাস্টার বারসিক প্রকল্প কর্মকর্তা আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন বর্তমান সময়ে উপরুক্ত সামাজিক সহিংসতাগুলো মহামারী রুপ ধারণ করছে। স্কুল পর্যায়ে বুলিং ও যৌনহয়রানী গুলোই বেশি লক্ষ করা যায়। প্রতিদিন নানা ধরনের বিচার শালিশ করে শিক্ষকরা ক্লান্ত হলেও আমাদের দায় ও দায়িত্ব থেকেই সপ্তাহে অন্তত একদিন এই বিষয়ে শ্রেণী পাঠে আমরা শিক্ষার্থীদের সচেতন পাঠ করবো। আমরা অবিভাবকদের সাথেও কাউন্সিল কর্মসূচি করার আহবান জানাই।