sliderস্থানীয়

সিংগাইরে শিক্ষক কর্মশালায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “রাগিং বুলিং প্রতিরোধে করি,নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি” এ-ই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জে সিংগাইর অঞ্চলের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বেসরকারি সংগঠন বারসিক এর আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত বাল্য বিবাহ-যৌন হয়রানি, রাগিং ও বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইন ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে সহায়কের ভূমিকা পালন করেন মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসাইন সায়েম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নারীনেত্রী আনোয়ারা খাতুন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রওফ, সহকারী শিক্ষক দুলাল সরকার,সালমা আক্তার,বারসিক কর্মকর্তা রিনা আক্তার ও আছিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন ছোট থেকে বড় সকল পর্যায়ে আমরা কোন না কোন ভাবে ঠাট্টা মশকারা,খোঁচা মারার মতোন হাস্যতানাশা করে থাকি। একপর্যায়ে মাত্রা অতিক্রম করে অস্বাভাবিক পর্যায়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। এগুলোই যে রাগিং ও বুলিং আমরা জানতাম না,এগুলো প্রতিরোধ সকল পর্যায়ে প্রাথমিক পর্যায়ে কাউন্সিলিং করতে হবে। এছাড়াও বাল্য বিবাহ ইভটিজিংসহ সকল প্রকার সহিংসতা প্রতিরোধ অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে হবে। আলোচনা শেষে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে কমিটি পুনঃগঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button