sliderস্থানীয়

সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকাসহ কাউন্সিলর পুত্র গ্রেপ্তার

সিরাজুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ : মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে নগদ এক কোটি টাকাসহ কাউন্সিলর পুত্র সোলায়মান গ্রেপ্তার হয়েছে। তাকে জিডি মুলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মো. জাহিদুল ইসলাম বুধবার (২ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে যৌথ বাহিনীর চেক পোস্ট চলাকালীন হেমায়েতপুর-সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক কোটি টাকাসহ সোলায়মানকে আটক করা হয়। ওই টাকা জব্দ দেখিয়ে পরদিন তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলায়মান সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে। তার বাড়ি পৌর এলাকার গোবিন্দল মহল্লায়।

সিংগাইর থানার এসআই আলী আজম বলেন, সোলায়মান আটক হওয়ার পর চেকপোস্টে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের ভাটার ইট বিক্রি ও দাদনের টাকা দাবী করলেও তাৎক্ষনিক কোনো প্রমানাদি দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দকৃত টাকা আইনি প্রক্রিয়ায় ফেরত পাবেন বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button