সিরাজুল ইসলাম, সিংগাইর : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস আয়োজিত যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ ও শপথ বাক্য পাঠ করানো হয়।
উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জহিরুল ইসলাম, ভোরের কাগজ সিংগাইর প্রতিনিধি মাসুম বাদশাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তন্ময় হোসেন উদয়, পারিল লোটাস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস দেওয়ান, আত্মকর্মী মোসলে উদ্দিন টিপু প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা আক্তার, সংবাদকর্মী মোঃ সোহরাব হোসেন, রকিবুল হাসান বিশ্বাস, আতাউর রহমান, মোহাম্মদ আলী রিপন, মোস্তাক আহমেদ ও হাবিবুর রহমান প্রমূখ।
অনুদানে যুব ঋণ হিসেবে ১৯ জনের মধ্যে ১৩ লাখ টাকা ও ৫ জনের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সেই সাথে ৬৫ জন যুবককে শপথ বাক্য পাঠ করান ইউএনও কামরুল হাসান সোহাগ।