
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২২অক্টোবর) দুপুর ২ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার ঋষিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাসচালক হৃদয় মিয়া , যাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও পথচারী নিখিল (৩০)। এদের মধ্যে নিখিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর দুজন ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, বেলা আনুমানিক দুইটার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা সার্ভিসের মায়ের দোয়া পরিবহনের (মেহেরপুর-জ- ১১-০০০৪) একটি বাস ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেরখাদে পড়ে যায়।