সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল আর এন্ড এইচ বলধারা বাজার সড়কে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১৭ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে এ ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় এমপি টুলু বলেন, আমার এমপি হওয়ার ৩ মাসের মাথায় আমার সংসদীয় এলাকায় বাড়ির পাশেই ব্রীজের উদ্বোধন করলাম। আমি উন্নয়ন কাজের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি ৬ মাসের মধ্যেই দৃশ্যমান হবে ইনশাল্লাহ্।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় ২ শ ৭৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো.ইসমাইল হোসেন, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু এলএসই ফার্নিচার এন্ড ডেকর ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো.শাকিল ভূইয়া, ,জেলা পরিষদ সদস্য মো.তমিজ উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো.ইলিয়াস হোসেন লিটন,পৌর কাউন্সিলর শামসুল ইসলাম ও মো.কামাল হোসেন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মো.মনিরুল ইসলাম পলাশ প্রমুখ।