slider

সিংগাইরে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচী পালিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ বিশ্ব শিক্ষক দিবস প্রতিপাদ্য হচ্ছে “The transformation of education begins with teacher” অর্থাৎ ” শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বিকেলে মানিকগঞ্জে সিংগাইর উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিপন দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব রেহেনা আকতার। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. নুরুউদ্দিন, সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আকরাম হুসাইন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.হারুন অর রশিদ, সম্মানিত শিক্ষক মো.আলতাফ হোসেন, দুলাল হোসেন, আবুল হোসেন, আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা বলেন শিক্ষক সমাজের পথ প্রদর্শক,আলোকিত মানুষ গড়ার সেবায় নিজেকে নিবেদন করেছেন। কিন্তু সমাজ ও রাষ্ট্রে শিক্ষক সমাজ এখনো অবহেলিত। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যানুপাতিক শিক্ষক চাই, শিক্ষকদের উপযুক্ত সম্মাীসহ খন্ডকালীনদের যথাযথ মূল্যায়নের জোর দাবি জানাই।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button