sliderস্থানীয়

সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে তন্ময় (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় ঢাকা জেলার ধামরাই থানার কাকনাইল গ্রামের কানাই সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তন্ময় প্রায় ১৫ দিন পূর্বে সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ড আঙ্গারিয়া মহল্লার নানা গৌরাঙ্গ সরকারের বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার রাতে নানা বাড়ীর দক্ষিণ ভিটির চৌচালা টিনের ঘরে মোবাইল ফোন চার্জে দেয়ার সময় সুইচ বোর্ডের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, কারও কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভিকটিম তন্ময় সরকার এর মৃতদেহ তার বাবা কানাই সরকারের জিম্মায় দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button