sliderস্থানীয়

সিংগাইরে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

সিরাজুল ইসলাম, সিংগাইর: মানিকগঞ্জের সিংগাইরে বেড়েছে আত্মহত্যা। এক সপ্তাহের ব্যবধানে আত্মহত্যা করেছে ৬ জন। পুলিশ বলছে,পারিবারিক কলহ, প্রেম-পরকীয়ার কারণে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেও এমন তথ্য পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানাযায়,গত ১ জানুয়ারি বুধবার সিংগাইর পৌর এলাকার চর আজিমপুর গ্রামের শাকিল আহমেদের স্ত্রী জয়া(১৮) স্বামীর সাথে ঝগড়া করে বিকেল ৩ টার দিকে পার্শ্ববর্তী বাবার বাড়ির শয়নকক্ষে ওঁড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ৬ জানুয়ারি দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় সুজনের স্ত্রী সাহিদা(২০), ৭ জানুয়ারি সকাল ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী সুমাইয়া(১৮),৮ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় শওকত আলীর ছেলে মোহর আলী রাসেদ(২১), একই দিন রাত ৮ টার দিকে সায়েস্তা ইউনিয়নের দক্ষিন সাহরাইল গ্রামের শাহজাহান ফকিরে নাতি সাগর(১১), এবং ৯ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে ধল্লা ইউনিয়নের দক্ষিন ধল্লা গ্রামের মুকুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম(২৪) প্রেমিকার সাথে মোবাইলে কথা বলে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানাযায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ, প্রেম-পরকীয়ার কারনে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।

Related Articles

Leave a Reply

Back to top button