sliderস্থানীয়

সিংগাইরে বাল্কহেডের ধাক্কায় ডিঙ্গি নৌকা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ ৩ দিন পর উদ্ধার

সিরাজুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে পিতা পুত্র মাছ ধরতে গিয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ পুত্র মোঃ ফরিদ মিয়ার (৩৫) লাশ তিনদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। নিহত ফরিদ মিয়া দক্ষিণ ধল্লা গ্রামের মোঃ মজিবুর মিয়ার ছেলে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভাষা শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আকিজ কোম্পানির মাদ্রাসার কাছাকাছি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ফরিদ মিয়া তার বাবার সাথে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। ওই নৌকায় বাবা – ছেলে ঘুমন্ত থাকা অবস্থায় আনুমানিক রাত ৯টার দিকে বালু বোঝাই একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় বাবা মজিবুর রহমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ থেকে যায় ছেলে ফরিদ মিয়া। এরপর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের লোকজনের অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। অবশেষে সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় এবং এলাকাবাসী ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button