সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ) : সড়ক দূর্ঘটনারোধে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসন আঞ্চলিক মহাসড়কে ব্যাটারী চালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। গত ৪ জানুয়ারি সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা স্বাক্ষরিত তার অফিসিয়াল ফেসবুক পেইজে এ ঘোষনা দেয়া হয়।
ঘোষনা অনুযায়ী হেমায়েতপুর হতে মানিকগঞ্জ আন্তঃ মহাসড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়। এ আদেশ অমান্যকারীগণকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করার কথাও বলা হয়।
সরেজমিন শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে হেমায়েতপুর –সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দেখা গেছে, সড়কটিতে অবাধে চলছে ব্যাটারী চালিত ইজিবাইক। এ সময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষনার পর এক মূহুর্তের জন্যও বন্ধ হয়নি মহাসড়কে ব্যাটারী চালিত ইজিবাইক । গত ১৯ জানুয়ারি সড়কটির চর-নয়াডাঙ্গী এলাকায় সকাল সাড়ে ৮ টার দিকে বাস-ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শাহআলম নিহত ও কমপক্ষে বাস ও ইজিবাইকের ১৫ যাত্রী আহত হন। এ ঘটনায় আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক চলাচলে নিষিদ্ধ ঘোষনার বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, মহাসড়কের আইন অনুযায়ী সারাদেশে এসব ব্যাটারী চালিত ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। জনসাধারনের দূর্ভোগের কথা চিন্তা করে বিকল্প পরিবহনের ব্যবস্থা না করে ইজিবাইক একেবারে বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়টি এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হবে।