sliderস্থানীয়

সিংগাইরে প্রয়াত পল্লীবন্ধুর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ):  জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালনের জন্য প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে সিংগাইর পৌরসভার ঘোনাপাড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় প্রয়াত পল্লীবন্ধুকে স্বরণ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় সদস্য হারুন অর রশিদ, মোঃ নোয়াব আলী, জেলা জাপার যুগ্ম সম্পাদক তাইনুর রহমান রতন, সদর উপজেলার সাবেক সভাপতি মোঃ মজনু বিশ্বাস, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ খোকা, সাবেক সহসভাপতি ফিরুজ হোসেন খান, সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুব সংহতির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ মেম্বার, উপজেলা জাতীয় পার্টির সাবেক নেতা আবুল হোসেন, আমির হোসেন খোকা, শওকত হোসেন জয়মন্টপ ইউনিয়ন যুব সংহতির সভাপতি ইউনুছ খান প্রমুখ। সভায় কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির নেতা গোলাম মোস্তফা আদিল মাহমুদ, নাহিদুল ইসলাম বিপ্লব, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য আবু জাফর, সিংগাইর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মিলন মাহমুদ, সদস্য সচিব শরিফুল ইসলাম শিপন ও এগারো ইউনিয়নের ত্যাগী নেতাসহ অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন ।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button