
সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবদ গ্রামে চাঁদার দাবীতে বসতবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গ্রামের হাবিবুর রহমানের পুত্র আব্দুল কাইয়ুম বাদী হয়ে শনিবার (৭ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও ডিউটি অফিসার এসআই তারিকুল ইসলাম তা গ্রহণ করেননি বলে তিনি জানান।
অভিযোগকারী আব্দুল কাইয়ুম বলেন, আমার বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য নবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে আবেদন করি। সকল প্রক্রিয়া সম্পন্ন হলে জমি সংক্রান্ত বিরোধ দেখিয়ে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে আব্দুল মালেক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবাবগঞ্জ অফিসে আমার নামে লাইন না দেয়ার জন্য লিখিতভাবে আপত্তি জানায়। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় আমি গত ১৪ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর পুলিশি সহযোগীতার জন্য আবেদন করি। এ খবর পেয়ে মালেক ও তার লোকজন আমার বসতবাড়িতে ঢুকে ঘরের দরজা, জানালা,টয়লেট ভাংচুর করে মিটার বোর্ড, গ্যাসের চুলা, রঙের কাজে ব্যবহৃত গ্যানিং মেশিন, ডিল মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি নিয়ে যায়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষকে থানায় ডাকলে আমি হাজির হলেও প্রতিপক্ষ মালেক উপস্থিত হয়নি। বর্তমানে কাইয়ুম প্রতিপক্ষের ভয়ে আতঙ্কিত রয়েছে বলেও জানান।
অভিযুক্ত আব্দুল মালেক বসতবাড়ি ভাংচুরের কথা অস্বীকার করে বলেন, এটা জমি সংক্রান্ত বিষয়। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সিংগাইর থানার এসআই তাারিকুল ইসলাম অভিযোগ গ্রহণ না করার কথা অস্বীকার করে বলেন, আমি ডিউটি অফিসার থাকাকালীন অভিযোগ নিয়ে আসছিল। সংশোধন করে নিয়ে আসতে বললেও আর আসেননি।