sliderস্থানীয়

সিংগাইরে নারীবান্ধব পরিবহন সেবার দাবিতে সংলাপ ও মতবিনিময়

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও সিংগাইর বাসস্ট্যান্ড অটো চালকদের যৌথ আয়োজনে আজ দুপুরে গাড়িতে চলাচলে জেন্ডার সংবেদনশীল আচরণ ও নারীবান্ধব পরিবহন সেবা নিশ্চিতের দাবিতে সংলাপ ও বারসিক সভা অনুষ্ঠিত হয়।
সংলাপে অটোবাইক পরিবহন শ্রমিক নেতা মো.আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, পরিহবহন শ্রমিক মো. জামাল হোসেন, ইসমাঈল হোসেন, পলাশ হোসেন, সুমন হোসেন, মো:আলী প্রমুখ।
আলোচনায় তারা বলেন আমরা পরিবহনে নারী ও পুরুষের প্রতি বৈষম্যমূলক আচরণ নিজের করবো না এবং আরও সংবেদনশীল আচরণ করার জন্য ভূমিকা পালন করতে চাই। নারীবান্ধব পরিবহন সেবা নিশ্চিতের জন্য সচেতনতার কাজে আমরাও সামিল হই।

Related Articles

Leave a Reply

Back to top button