sliderস্থানীয়

সিংগাইরে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভা

মিলন মাহমুদ, সিংগাইর: মানিকগঞ্জের সিংগাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এদিন পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথির বক্তব্যদেন পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র মালোর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার আব্দুল ছালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসহ-সভাপতি অ্যাডভোকেট ইতিরানী সাহা, সাবেক সাধারণ সম্পাদক বেণী মাদব সরকার, সদস্য আবুবকর সিদ্দিকী, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম আলম প্রমূখ।

এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হারুন অর রশিদ, এনামুল হক, রেখা রানী সরকার ও সাংবাদিক জসিম উদ্দীন সরকারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button