সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): “নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে র্যালি, প্রতিবন্ধি শিশুদের বিস্কুট খেলা,পুরুস্কার বিতরণ,বেকার যুবকদের মাঝে ক্ষুদ্র ঋনের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও উচ্চমান সহকারি মো.মোশাররফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রাফসান রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:মো.সাজেদুল ইসলাম,সিংগাইর থানার ওসি(তদন্ত) মো.মোশারফ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,বীরমুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো,সহকারি সমাজসেবা অফিসার রওশন আরা,সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনসারুল হক উদয়,প্রভাতি সমাজ উন্নয়নের এ টি এম কাদের ছিদ্দিকী,ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার হাবিবুল বাশার ও সিংগাইর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।