sliderস্থানীয়

সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে হায়াতুন নেছা (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাস্তা-মানিকনগর সড়কের হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাযায়, হায়াতুন নেছা ছেলের সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বিন্নাডাঙ্গী হতে চান্দহর এলাকায় মায়ের সাথে দেখা করার জন্য রওনা হন। পথিমধ্যে হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে পাশাপাশি দু,টি ট্রাক আসতে ছিলো। হঠাৎ তাদের সাইট দিতে গেলে মোটরসাইকেলের পিছন থাকা হায়াতুন নেছা সড়কে ছিটকে পরে। এসময় ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button