সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।
শনিবার(১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচ পাম্পের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে তিনি স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।