সিংগাইর প্রতিনিধি: বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হৃদয় দাস (৩০) নামের এক সিএনজি মেকানিক্স ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনের কড়ই গাছ থেকে উদ্ধার করে থানা পুলিশ ।
নিহত হৃদয় দাস হুটের জামির্ত্তা গ্রামের নিমাই দাশের ছেলে। সে মানিকনগর বাজারের উত্তর পাশে চার রাস্তার মোড়ে সিএনজি মেরামতের কাজ করতো ।
এ ব্যাপারে লাশের সৃরতহালকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল জব্বার বলেন, দেনা-পাওনা নিয়ে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।