
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি মো. তোতা মাদবর ওরফে তোতা ঢালীকে (৫৮) সাড়ে ৫’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত তোতা ঢালী চান্দহর ইউনিয়নের চক চান্দহর গ্রামের মৃত হাকিম আলী ওরফে হাকি ঢালীর ছেলে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. সালাহউদ্দিন রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে তোতা ঢালীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় মো. শিপন (২৮) নামের অপর মাদক কারবারি পালিয়ে যায়। পলাতক শিপন চর চান্দহর গ্রামের আফতাব হোসেন বেপারীর ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত তোতা ঢালী ও শিপনের বিরুদ্ধে ওই রাতেই সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত তোতা ঢালীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. হানিফ সরকার বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।