sliderস্থানীয়

সিংগাইরে আ’লীগ নেতার লাশ মিললো পুকুরে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ আল মামুন টিপুর (৬২) লাশ মিললো পুকুরে। সে সাহরাইল কায়েতপাড়া গ্রামের মৃত. রফিক উদ্দিন আহমদের পুত্র ।

বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের চাচা আফসার উদ্দিনের পুকুর থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ২ পুত্র সন্তানের জনক টিপু স্ত্রী-সন্তানসহ ঢাকায় ভাড়া বাসায় থকতেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে একাও থাকতেন। বুধবার দুপুরে টিপু বাড়িতে আসে। রাত সাড়ে ৯টার দিকে চাচা আফসারের বাড়িতে খাবার খেতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি।

আওয়ামী লীগ নেতা টিপুর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি। মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button