sliderস্থানীয়

সিংগাইরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিলন মাহমুদ, সিংগাইর: মানিকগঞ্জের সিংগাইরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে ভূমদক্ষিণ শেখপাড়া ফুটবল একাদশ বনাম শায়েস্তা ফুটবল একাদশ অংশ নেয়।

ভূমদক্ষিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে সভাপতি মোঃ শামসুদ্দিন বাবুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন।

ভূমদক্ষিন বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ তালিম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন জিল্লুর, গণ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আনছার আলী, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান আলী, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাহাবুবুর রহমান রনি, সাবেক সেনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button