
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন, সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,উপজেলা ফায়ার স্টেশনের প্রতিনিধি মো.রতন মিয়া, আনসার ভিডিপির ইনচার্জ ওবায়েদুর রহমান,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ.আব্দুল ছালেক, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো.আশরাফ আলী,ও সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মো.সাজেদুল ইসলাম,কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী,সিনিয়র মৎস্য অফিসার মোসা.সাদিয়া রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহানা সুলতানা,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ.জহিরুল ইসলাম, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জিএম মামুনুর রশিদ, ডেভেলপমেন্ট ফ্যাসিলেটটর আজরা জাবীন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার তাছলিমা খানম, আইসিটি অফিসার সোনিয়া আক্তার,পল্লী সঞ্চয় ব্যাংক সিনিয়র অফিসার আনন্দ কুমার সরকার,দারিদ্র্য মিমোচন কর্মকর্তা মো.মঈনুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.সোহরাব হোসেন,যুগ্ন সম্পাদক আব্দুল মোতালেবসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায়, শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ, সুন্দর,শৃঙ্খলা বজায় রেখে সর্তকতার সহিত উদযাপন, আঞ্চলিক মহাসড়কে সিংগাইরে বাসস্ট্যান্ডে ফুটপাত দখল, পৌরবাজারে রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ,মাদক উদ্ধার,উচ্চ শব্দে কিশোর গ্যাংদের মোটরসাইকেল চালানো রোধ মোবাইল কোর্ট পরিচালনা, কিশোর গ্যাং নির্মূল, সিংগাইর মাঠের দক্ষিনপাশের অবৈধ চায়ের দোকান উচ্ছেদ, পৌর এলাকার সড়কের লাইটিং সচল, পৌরসভার চলমান কাজের দ্রুত মেরামতের সিদ্ধান্ত গৃহীত হয়।



