
মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের বায়রা এলাকায় অগ্নিকান্ডে ৪ টি বসত ঘর ভষ্মিভূত হয়েছে। সানাইল গ্রামের শামে খাঁর রান্নাঘরের চুলার আগুন থেকে গত শনিবার বিকেলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে প্রথমে প্রতিবেশিরা ও পরে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ইতোমধ্যে প্রতিবেশি নাছির উদ্দিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আসবাবপত্র, জমির দলিল, ফসল ও নগদ টাকা পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় নাছির উদ্দিনের পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। প্রাইমারী স্কুলে পড়–য়া তার দুই মেয়ের বই খাতা পুড়ে যাওয়ায় পড়ালেখা ব্যহত হচ্ছে।