sliderস্থানিয়

সিংগাইরের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, খেলাধূলা ব্যহত

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৪৫ নং চন্দনপুর সরকারি বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন সংস্কার কিংবা মাটি ভরাট না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পরে। ফলে কোমলমতি শিশু কিশোরেরা খেলাধূলা ও চিত্তবিনোদন হতে বঞ্চিতসহ ভোগান্তি পোহাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজলোর জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন পুকুর । স্কুলটি ১৯২২ সালে ৬১ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। স্কুলের ভবনও ঝুঁকি পূর্ণ। দুই পাশের বাড়ী হতে বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় । ফলে শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেহেরুনসহ অনেকেই জানান, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। এতে মাঠের ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়ায়, চার পাশে স্যাঁতস্যাঁতে পরিবেশে মশা বংশ বিস্তার করে। এতে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে। বিদ্যালয়ের মাঠটি মাটি ভরাট ও সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা।

স্থানীয় ব্যাংকার আব্দুস সালাম জানান,এ সমস্যাটা দীর্ঘদিনের। মাঠ ভরাটে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন দূর্ভোগের কথা কি বলব, কত সাংবাদিক ছবি নিল, বড় স্যারদের ভিডিও করে দিলাম কিছুই হলো না। মাঠের পানি নিয়ে মুশকিলে আছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ জানান,বিষয়টি আমার জানা নেই, তবে প্রধান শিক্ষক আবেদন দিলে সরকারি বরাদ্দে দ্রুত মাঠ ভরাটের ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button