sliderমহানগরশিরোনাম

সাহিত্য সংগঠন সারেঙ এর পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট: আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিনতো শেষ / নাম আমার জনগণ আমিই বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তাক্ত প্রতিরোধে যারা দেশটাকে লুট করেছে তাদের পতন ঘটেছে। জনগণ এখন মুক্ত বাতাসে নিঃশ^াস নিতে পারছে। কবি নজরুল যেমন বলেছেন, যুগের ধর্ম এই-পীড়ন করিলে সে পীড়া এসে পীড়া দেবে তোমাকেই। উৎপীড়িতের ক্রন্দন রোল বন্ধ হয়ে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এটাই শেষ কথা নয় প্রতিটি নাগরিককে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। সেজন্য দেশের উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। কোনো দল বা গোষ্ঠী যেন দেশটাকে আর লুটেপুটে খেতে না পারে। দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।
উন্নয়ন কর্মকান্ডে তাই জনগণের অংশগ্রহণের আহবান নিয়ে সদস্যদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সাহিত্য সংগঠন ‘সারেঙ’। গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল পার্কে জড়ো হয়ে তারা পার্কটি পরিচ্ছন্ন করার কাজে লেগে যায় তারা। ময়লা পরিস্কার করার পাশাপাশি তারা পার্ক ও আশপাশের মানুষের সাথে গণসংযোগ করে। সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের কেউ কেউ পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
এসময় সারেঙ সম্পাদক বলেন, দেশটা আমাদের সবার। দেশের ভালোমন্দের সাথে আমাদের জড়িয়ে থাকতে হবে। যারাই দেশের জন্য কাজ করতে চাইবেন তাদের জন্য একটা স্পেইস তৈরি হয়। শিল্পী সাহিত্যিক সহ সবাই উন্নয়ন কাজে সম্পৃক্ত হবেন। সকল উন্নয়নে কৃতিত্ব হবে জনগণের। কোনো একক ব্যক্তি কিংবা গোষ্ঠীর নয়। আমরা আমাদের নাগরিক অধিকার নিজেরাই প্রতিষ্ঠা করব। সারেঙ সাহিত্য চর্চার মধ্যদিয়ে সেই নাগরিক বোধ সৃষ্টি করে যাচ্ছে।
সিনিয়র সাংবাদিক নাসরীন গীতি বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটাকে মুখের বুলি বানালে হবে না। কাজের মধ্যদিয়ে সেই দেশপ্রেমকে প্রমাণ করতে হবে। দুর্ণীতি স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে হবে। দেশের জন্য কিছু না কিছু অবদান রাখতে হবে। ছাত্র জনতার বর্তমান গণজাগরণে নারীর সোচ্চার অংশগ্রহণ ছিল বিস্ময়কর। দেশটাকে নারীর জন্য নিরাপদ করতে হবে।
কচিপাতা সম্পাদক আলেয়া বেগম আলো বলেন, দীর্ঘ দিন রাজনীতির প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমাদের সন্তানেরা আমাদের চোখ খুলে দিয়েছে। অধিকারের জন্য, জাতির মুক্তির জন্য কীভাবে জীবন দিতে হয় তা তারা করে দেখিয়ে দিয়েছে। দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বিষ্ফোরণ ঘটিয়ে জাতিকে মুক্তি দিয়েছে। আমাদের মতো অভিভাবকদের দায়িত্ব আরও রেড়ে গেছে।
পতাকা২৪.কমের সেলিম খান, ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব সেলিম হোসেন পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
খবর বিজ্ঞপ্তির।

Related Articles

Leave a Reply

Back to top button