মানিকগঞ্জ প্রতিনিধি: সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ড.এম.এ.ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পাচ্ছেন বিশিষ্ট কবি, কথাকার ও লোকসাহিত্য গবেষক রাজু অনার্য। মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ও উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম.এ.ওয়াজেদ মিয়ার নামে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ড.এম.এ.ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিবছর পরমাণু বিজ্ঞানী ড.এম.এ.ওয়াজেদ মিয়ার জন্মদিনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এ বছর স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১১তম ড.এম.এ.ওয়াজেদ মিয়া স্বর্ণপদক প্রাপ্তির জন্য রাজু অনার্য (সাহিত্য) সুজিত কুমার ব্যানার্জী (ক্রীড়া) জাকির হোসেন চৌধুরী (সংগঠক) ও স্টিফেন লিউক মালাকার (শিক্ষা) মনোনীত হয়েছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে কবি, কথাকার ও লোকসাহিত্য গবেষক রাজু অনার্য বলেন, ‘কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের। তবে যে মহান ব্যক্তির নামে প্রদেয় পদক পাচ্ছি, চেষ্টা করবো তাঁর মত নির্মোহ হতে। আরো ভালো কিছু বাংলা সাহিত্যকে উপহার দিতে। এ পুরস্কার বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিলো।’
আগামি ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে পরমাণু বিজ্ঞানী ড. এম.এ.ওয়াজেদ মিয়ার জন্মদিনে জাতীয় প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রশঙ্গত, মানিকগঞ্জের দৌলতপুরে বেড়ে ওঠা রাজু অনার্য লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বেসরকারি একটি স্কুল ও কলেজে শিক্ষকতা করেন তিনি।