sliderখেলা

সালাউদ্দিনই বাফুফে সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। সভাপতি পদে সালাউদ্দিন ৯৪, বাদল রায় ৪০ এবং শফিকুল ইসলাম মানিক ১ ভোট পেয়েছেন।
শনিবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়।
টানা ১২ বছর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে নেতৃত্ব দিয়ে আসছেন কাজী সালাউদ্দিন। এ পদে এ বছর প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।
এবার সালাউদ্দিনের বিরুদ্ধে ফেইসবুকসহ রাজধানীতে বিক্ষোভ হয়।
ভোটের দিনেও কেন্দ্রের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, ফুটবল বাঁচানোর সামান্য চেষ্টা হিসেবে এখানে দাঁড়িয়েছেন। হাতে থাকা ব্যানার-প্ল্যাকার্ডেও মিশে ছিল সালাউদ্দিনের বিরুদ্ধে অবস্থান।

Related Articles

Leave a Reply

Back to top button