sliderস্থানীয়

সালথা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে বই ও শিশু বরণ উৎসব

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই ও শিশু বরণ উৎসব-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার। পরে শিক্ষার্থীদের কে নতুন বই তুলে দেন তিনি।

সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর আলম মিয়া, বিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি, বিদ্যালয়ের জমিদাতা সদস্য শিরিন মহল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একে,এম শরিফুল ইসলাম, আতিয়া পারভীন, লক্ষী রাণী সরকার, তাসলিমা পারভীন, হেমামনি,সুনিতা মন্ডল, রোজিনা আক্তার, শিউলি রানী প্রমুখ। এছাড়াও অভিভাবকবৃন্দসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button