sliderস্থানীয়

সালথায় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিএনপি নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় সাহিদুজ্জামান সাহিদ (৬৫) নামে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া সাহিদুজ্জামান সাহিদ সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থক মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিজু শেখ, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহŸায়ক রুমান, যুবদল নেতা সজিব ও ইউপি সদস্য নুর আলমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, সালথার মাঝারদিয়া গ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য সাহিদুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button