sliderস্থানীয়

সালথায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলে নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফ প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

এ সময় ১৬জনের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সালথা কর্মকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুলের মোট ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়।

স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ ওয়ালীউজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এজিএম) মোঃ রেজাউল করিম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান শফিক, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমুখ। এছাড়াও অত্র স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সালথা মডেল মসজিদের ইমাম ও স্কুলের কোরআন শিক্ষক রবিউল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button