
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাঝারদিয়া বাজারের নির্ধারিত তোহা বাজারে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ খলিলুর রহমান, মাঝারদিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসলাম মোল্যা, সালথা থানা পুলিশের এসআই পরিমল কুমার বিশ্বাস সহ পুলিশ অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, উপজেলার মাঝারদিয়া বাজারে তোহা বাজারের জন্য নির্ধারিত স্থানে অবৈধভাবে দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোট ৪টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।